ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নানা আয়োজনে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের বর্ষবরণ উৎযাপন

প্রকাশিত : ১৪:৫১, ১৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৫১, ১৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

সঙ্গীত, ছড়াগান, দলীয় নৃত্য ও বৈশাখী মেলাসহ নানা আয়োজনে বর্ষবরণ উৎসব করলো ইংরেজী মাধ্যমের কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল। এ আয়োজনে স্কুলটির ধানমন্ডি শাখা পরিনত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায়। অনুষ্ঠানে কবি আসাদ চৈাধুরী পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরেন। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের  প্রিন্সিপাল এ এম এম খায়রুল বাসারসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীরা যাতে নিজস্ব সংস্কৃতি ভুলে না যায়, সেজন্যই এমন আয়োজন বলে জানান তারা। দেশীয় সংস্কৃতির বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে উৎসব উৎযাপন করে শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি