ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন

প্রকাশিত : ২০:০৮, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ২০:০৮, ১৮ অক্টোবর ২০১৬

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালন করা হয়েছে জাতির জনকের শিশুসন্তান শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলদবার সকালে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদমাহফিল, শিশু সমাবেশ। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পালন করা হয় শেখ রাসেলের জন্মদিন। সমাবেশে বক্তরা বলেন, ৭৫’এর ১৫ আগষ্ঠ শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যা করে দেশকে পাকিস্তানী ধারায় নেয়ার চক্রান্ত শুরু হয়। সেই ঘাতক চক্রের ষড়যন্ত্রের রাজনীতি বিরুদ্ধে সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি