ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে বাউল সম্রাট শাহ আবদুল করিমের ৭ম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত : ১৬:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৬

নানা কর্মসূচিতে পালিত হচ্ছে কালজয়ী গানের রচয়িতা বাউল সম্রাট শাহ আবদুল করিমের ৭ম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের এই দিনে বার্ধক্যজনিত কারণে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন শাহ আব্দুল করিম। ১৯১৬ সালের ১৫ই ফ্রেব্র“য়ারী সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তী। ছোটবেলা থেকেই সংগীত সাধনার সঙ্গে যুক্ত হন তিনি। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, দুঃখ, প্রেম-ভালবাসার পাশাপাশি তার গান কথা বলেছে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ, দিরাইসহ শাহ আবদুল করিমের বাড়িতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রয়েছে মাজারে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বাউল গানের আসর। ভক্তদের দাবি, বাউল স¤্রাটের সৃষ্টি এবং তার রচিত গানগুলো যেনো বিকৃত না হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি