ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নানা সমস্যায় মহেশখালীর পানচাষীরা (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৮, ৩ জুন ২০১৯

কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পানের সুখ্যাতি দেশব্যাপী। বাংলাদেশের দুই তৃতীয়াংশ মিষ্টি পান উৎপন্ন হয় মহেশখালী দ্বীপে । মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় এই পান। প্রাকৃতিক বিপর্যয়, রোগ-বালাই, উপকরনের মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত টোল আদায়সহ নানা সমস্যায় রয়েছেন পানচাষীরা।

পাহাড়ি দ্বীপ মহেশখালী। অধিবাসীদে ঐতিহ্যবাহী পেশা পান চাষ। মহেশখালীর পানের বিশেষত্ব হল মিষ্টি স্বাদ। বাংলাদেশের দুই তৃতীয়াংশ মিষ্টি পান উৎপাদন হয় মহেশখালীতে।

কৃষি বিভাগের হিসাব মতে,  মহেশখালীতে ১৬’শ হেক্টর জমিতে পান চাষ হয়। আর ২০ হাজারের বেশি কৃষক পান চাষে জড়িত। ১ একর জমিতে বছরে  কমবেশি ২৭ টন  পান উৎপাদন হয়।  এবার প্রাকৃতিক বিপর্যয়, রোগ-বালাই বেশি হয়েছে পানবরজে। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষি-উপকরনের মূল্য বৃদ্ধি এবং  হাটে অতিরিক্ত টোল আদায় । 

হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে  আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন এ কর্মকর্তা।

চাষীদেও রোগ-বালাই সম্পর্কে নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা।

পান চাষীদের প্রশিক্ষন ও  প্রনোদনা প্রয়োজন বলে মনে করছেন  সংশিষ্টরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি