ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নান্দনিক সাজে মৌলভীবাজারের রিসোর্ট (ভিডিও)

প্রকাশিত : ১২:৪০, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছে মৌলভীবাজারের পার্ক ও রিসোর্ট কর্তৃপক্ষ। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ঈদের লম্বা ছুটি কাটাতে এবারও পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এদিকে পর্যটকদের নির্বিঘœ চলাচলে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

নানা জীব বৈচিত্রে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এলাকা মৌলভীবাজার। এখানে রয়েছে চা, আনারস, লেবু বাগান, লাউয়াছড়াবন, মাধবকুন্ড জলপ্রপাত, মাধবপুর লেক, লেমন গার্ডেন এর দৃষ্টি নন্দন গাছগাছালি ও শিশুদের রাইডস। রয়েছে গ্রান্ড সুলতানের মনোরম লেক ও ফুলের বাগানসহ প্রায় দেড়শত পর্যটন স্পট। যা দেখতে ঈদের আগে থেকেই আসতে শুরু করেছেন পর্যটকরা।

এরিমধ্যে পর্যটকদের কাছ থেকে আগাম বুকিং পেয়েছে হোটেল-রিসোর্টগুলো। অন্যদিকে প্রস্তুতির পাশাপাশি কর্তৃপক্ষও দিচ্ছে স্পেশাল অফার।

এদিকে ঈদকে সামনে রেখে পর্যটকদের জন্য নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আবহাওয়া ভালো থাকলে মৌলভীবাজারের পর্যটন স্পটগুলো ঘিরে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি