ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নাভারণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২১ নভেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৩৯, ২১ নভেম্বর ২০১৭

যশোরের শার্শার নাভারণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ০১৭ ফাইনাল খেলায় মনিরামপুর মুক্তিযোদ্ধা ফুটবল একাদশ নাভারন খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।

নাভারণ খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসএইচ/

 

 

 

 

 

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি