ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

নামিবিয়ার বিপক্ষে টাইগারদের সংগ্রহ ১৯০ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১৩ জানুয়ারি ২০১৮

নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনেই টসে হেরে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের যুবকরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯০ রান করেছে বাংলাদেশ। ফলে জিততে হলে নামিবিয়াকে করতে হবে ১৯১ রান।

বাংলাদেশ-নামিবিয়ার ম্যাচটি দিবাগত রাত সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। অবশেষে সকাল পৌনে নয়টায় শুরু হওয়া ম্যাচটি ৫০ ওভার থেকে নেমে এসেছে ২০ ওভারে।

ওভালের লিঙ্কন গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করতে থাকে পিনাক ঘোষ ও মোহাম্মদ নাঈম। কিন্তু ১৭ বলে ২৬ রানে সাজঘরে ফিরতে হয় পিনাককে। এরপর অধিনায়ক সাইফকে সঙ্গে নিয়ে ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ রান করে সাজঘরে ফেরেন নাঈম।

এদিকে মাত্র ৪৮ বলে ৩ চার ও ৫ ছয়ে ৮৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাইফ। মাঝে আফিফ করেন ১১ রান।

নামিবিয়ার বিপক্ষে এখন পর্যন্ত খেলা ৫টি ম্যাচেই জয়ী হয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি