ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নামে ‘নৌকা’ থাকায় নাম বদল হচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৪

নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌকা’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। 

বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় বিআইআইএসএস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি এ কথা বলেন।


নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার ৬৯৯ জন। এতদিন দায়িত্বে যারা ছিলেন তারা  মন্ত্রণালয়গুলোকে চুরি ও দুর্নীতির আখড়া বানিয়েছে।

তিনি বলেন, গত ৫ আগস্ট সরকার পতন না হলে, বহুলোকের স্থান হতো আয়নাঘরে। হাসিনার পতন না হলে আমিসহ আরও অনেকে আয়নঘরে থাকা লাগতো। ছয়টি সংস্কারের কথা বলা হয়েছে, যা অনেক বড় ধরনের। তা অল্প সময়ে করা সম্ভব না।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি