ঢাকা, সোমবার   ২৪ জুন ২০২৪

নারায়ণগঞ্জ আ.লীগ অফিসে বোমা হামলার ২৩ বছর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ১৬ জুন ২০২৪

২৩ বছরেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলার বিচার না হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ আহত এবং নিহতদের স্বজনেরা। দুই মামলার নথিতে গুরুত্বপূর্ণ কাগজ না থাকায় তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন বিচারিক আদালত। 

২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভের পাশে আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমা হামলায় প্রাণ হারান চার নারীসহ ২০ জন। আহত হন সংসদ সদস্য শামীম ওসমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। 

পরদিন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।  

২০০৩ সালে বিস্ফোরক মামলায় ও ২০১৪ সালে হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা। কারাগারে রয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া যুবদল নেতা শাহাদাতউল্লাহ জুয়েল। পলাতক আনিসুল মোরছালিন ও মাহাবুবুল মুত্তাকিন। জামিনে আছেন সে সময়কার ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু।

বিচার না পেয়ে ক্ষুব্ধ নিহত ২০ জনের স্বজনেরা। আর পঙ্গুত্বে দুঃসহ জীবনযাপন আহতদের।  

১৯ জনের সাক্ষ্যে মূল বিষয়গুলো উঠে আসায় বিচার শেষ হতে আশাবাদী মামলার বাদী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা।

মামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি কার্যকর এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা চান নারায়ণগঞ্জবাসী।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি