ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে সংঘর্ষ: পুলিশের মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২৫ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জ নগরীতে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান এবং সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করেছে।

গত ১৬ জানুয়ারির ওই ঘটনায় বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারোশন) জয়নাল আবেদনী বাদী হয়ে অজ্ঞাত ৪০০-৫০০জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

সদর মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, মামলার কারো নাম উল্লেখ করা হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য,  ওইদিন নগরীর ফুটপাত থেকে উচ্ছেদকৃত হকারদের পুনরায় বসাতে সংসদ সদস্য শামীম ওসমানের দেওয়া ঘোষণার প্রতিবাদে মেয়র আইভী তার নেতাকর্মীদের নিয়ে মিছিলসহ চাষাঢ়া এলাকায় যান। এ সময় মুক্তি জেনারেল হাসপাতালের সামনে উভয় পক্ষের সাথে সংঘর্ষ শুরু হয়। চলতে থাকে ধাওয়া পাল্টাধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিকাল সাড়ে চারটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সংঘর্ষ চলে।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি