ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দূষিত হচ্ছে শিল্প বর্জ্যে

প্রকাশিত : ০৯:৫০, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৪, ১১ এপ্রিল ২০১৬

শিল্প বর্জ্যে দূষিত হচ্ছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। পরিবেশ বিপর্যয়ের কারণে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য আর নদী নির্ভর মানুষের জীবন জীবিকা। দূষণ রোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ নারায়ণগঞ্জবাসীর। আর কর্তৃপক্ষ বলছে, নদী বাচাঁতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। শিল্প কারখানার বর্জ্যে সয়লব প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শিল্প নগরী নারায়ণগঞ্জের প্রাণ, শীতলক্ষ্যা নদী। তরলবর্জ্য পরিশোধন না করে পার্শ্ববর্তী জলাভূমি, খাল-বিল ও নালার মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে। পুরো অঞ্চলের পয়:নিস্কাশন বর্জ্যও ড্রেনের মাধ্যমে পড়ছে নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। এ’সব কারণে নদীর পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মরে যাচ্ছে মাছসহ জলজ প্রাণী। হারিয়ে যাচ্ছে বক, গাংচিল, পানকৌড়ী ও মৎস্য শিকারি বিভিন্ন পাখি। বর্জ্য মিশ্রিত দূষিত পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীর পানি ব্যবহারকারীরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন চর্মরোগে। নদী দূষণ রোধে প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন পরিবেশবিদরা। এদিকে, জনবল সংকটের কথা উল্লেখ করে নদী দূষণ রোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছে, বিআইডব্লিউটিএ এবং পরিবেশ অধিদপ্তর। মৃতপ্রায় শীতলক্ষ্যা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি