ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

নারায়নগঞ্জ সিটি নির্বাচন: নতুন ও তরুন প্রার্থীদের সংখ্যাই বেশি

প্রকাশিত : ১২:৫৩, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৫৩, ২২ নভেম্বর ২০১৬

নারায়নগঞ্জ সিটি নির্বাচনে এবার কাউন্সিলর পদে নতুন ও তরুন প্রার্থীদের সংখ্যাই বেশি। সংরক্ষিত আসনে ৯ জনসহ ২৭ টি ওয়ার্ডে প্রায় তিনশ প্রার্থীর মধ্যে দেড়শজনই নতুন প্রজন্মের। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন আধুনিক নগর গড়ে তোলার। ২২ ডিসেম্বর নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এবারের  মোট ৪ লাখ ৭৯ হাজার ৩৯২জন ভোটার তাদের অধিকার প্রযোগ করবেন। এরমধ্যে ৭৫ হাজার নুতন ভোটার। কাউন্সিল পদে অধিকাংশ প্রার্থীই নবীন। তারা দিচ্ছেন ডিজিটাল নগর, আর সন্ত্রাস-মাদকমুক্ত নগর গড়ে তোলার। তরুন প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করবেন তারা। এদিকে নতুন ভোটারদেরও রয়েছে নানা হিসেব নিকেষ। যোগ্য নেতৃত্বকে বেছে নেয়ার কথা জানান তারা। নতুন প্রজন্ম নির্বাচিত হলে নেতৃত্বে গতিশীলতা আসবে। গড়ে উঠবে আধুনিক নগর ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি