ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

নারী আসনে সরাসরি ভোটের জন্য ধৈর্য ধরুন: চুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৮ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৫৩, ৮ মার্চ ২০১৮

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার জন্য আরো ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশে নারীরা অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক দাবি-দাওয়া আছে। বাল্যবিয়ে আইনের বিষয়টি আছে।’’

“সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দাবিও করেছেন আপনারা। আমি আপনাদের এতটুকু বলতে পারি, আপনারা ধৈর্য ধরুন, আমাদের নেত্রী (শেখ হাসিনা) আপনাদের হতাশ করবেন না।”

বর্তমানে সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে, যার সদস্যরা আইনসভায় আসেন পরোক্ষ ভোটে। দলগুলোর পাওয়া ভোটের ভিত্তিতে এই নারী আসন বণ্টন হয়।

সংসদে সংরক্ষিত নারী আসনের বিধির মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবে বলে তা আরও ২৫ বছর বাড়াতে সংবিধানের সপ্তদশ সংশোধনীর প্রস্তাব গত জানুয়ারিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নারী নেত্রীরা বলে আসছেন, সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হলে তা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে না। এর বদলে স্থানীয় সরকারের মত সংসদেও নারী আসনে সরাসরি ভোট চান তারা।

শহীদ মিনারের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের শিক্ষার হার বাড়াতে হবে, তাহলে নারীরা আরও এগিয়ে যাবে। আমরিকার মত উন্নত দেশে পুরুষের চেয়ে নারীরা কম বেতন পায়। সে দেশে রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো নারী আসেনি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নারী। আপনারা আমাদের নেত্রীর ওপর ভরসা রাখুন। তার নেতৃত্বে আমরা আরও এগিয়ে যাব।”

আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ‘এখনি সময় এগিয়ে যাবার, নারীর জীবন বদলে দেবার’স্লোগানে আঁধার ভাঙার শপথে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন নারী অধিকার সংগঠনের কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হলের শিক্ষার্থীরাও কর্মসূচিতে ছিলেন।

বুধবার রাত সাড়ে ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে পুরুষরাও একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতেই ছিল গানে গানে নারী-পুরুষের বৈষম্য কমানোর বার্তা।

সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ‘আমরাই পারি’র চেয়ারপার্সন সুলতানা কামালসহ আরো অনেকে।

এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি