ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারী ক্রিকেটে বিশ্ব জয়ের মুকুট ইংল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:৫০, ২৬ জুলাই ২০১৭

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা

আনিয়া শ্রাবসোলের অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ভারতকে রানে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতলো ইংল্যান্ড নারী ক্রিকেট দল।

এ নিয়ে চতুর্থবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। এর আগে ১৯৭৩, ১৯৯৩ ও ২০০৯ সালের বিশ্বকাপ জয় করে ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা।

ইংল্যান্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিক দল ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করে। জবাবে খেলতে নেমে ভারত ২১৯ রানে অলআউট হয়ে যায়। ৩ উইকেটে ১৯১ রান করলেও মাত্র ২৮ রানে বাকি সাতটি উইকেট পড়ে যায় ভারতের।

ইংল্যান্ডের পক্ষে ৯.৪ ওভারে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন শ্রাবসোল আর নাটালি স্কিভার ৫১ এবং সারাহ টেইলর ৪৫ রান করেন।

//আর

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি