ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৩ অক্টোবর, সূচি প্রকাশ

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১৫:৩৬, ৫ মে ২০২৪

Ekushey Television Ltd.

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। তুলনামূলক কঠিন গ্রুপে পরেছে বাংলাদেশ। বি-গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ারের দ্বিতীয় দল। এরআগে গণভবনে নিয়ে যাওয়া হয় বিশ্বকাপ ট্রফি। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যেই এমন আয়োজন। মাঠের খেলা শুরু ৩ অক্টোবর। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে নারীদের মেগা ইভেন্টের সূচি প্রকাশ হলো।

উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন, আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইস, ভারত নারী দলের অধিনায়ক হারামানপ্রীত কৌর ও আয়োজক দলের অধিনায়ক নিগার সুলতানা জৌতি।

১০ দলের অংশগ্রহণে ম্যাচ হবে ২৩টি। যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার খেলে আসা দ্বিতীয় দল। এ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার থেকে আসা শীর্ষ দল।

নিজেদের দেশে বিশ্বকাপ। স্মরণীয় করে রাখতে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় বাংলাদেশ।

এরআগে, গণভবনে যায় বিশ্বকাপ ট্রফি। প্রধানমন্ত্রীর সাথে ফটোসেশনের ছিলেন ত্রীড়ামন্ত্রী, আইসিসি সিইও এবং বাংলাদেশ ও ভারতের অধিনায়ক।

৩ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপের ম্যাচ চলবে ২০ অক্টোবর পর্যন্ত। প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি। মূল ম্যাচগুলো হবে শেরে বাংলা স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড টু'তে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি