ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নারী দিবসে ‘কনসার্ট ফর উইমেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ৮ মার্চ ২০১৮

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউনিভার্সাল মেডিক্যাল কলেজে অ্যান্ড হসপিটাল আয়োজন করেছে ‘কনসার্ট ফর উইমেন-২০১৮’। এতে সংগীত পরিবেশন করবেন এলআরবি, তাহসান, ন্যান্সি, ইমরান, মিনার বন্দনা।

রাজধানীর ধানমন্ডি সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স মাঠে আজ বৃহস্পতিবার এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

আয়োজন উপলক্ষ্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী জানান, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী একজন সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর পরিচালক। এই হাসপাতালের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী নারী। তাই, নারীর ক্ষমতায়নকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আজকের বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এর মধ্যে দিনব্যাপী কনসার্ট এবং হাসপাতাল ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি উইমেন হেলথ ডে ও কিডনি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতেই দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ‘আইকন লেডি’ হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

আয়োজন প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘এ আয়োজন শুধু গানের নয়, নারীদের উজ্জীবিত করার। তারা যেন সব বাধা ডিঙিয়ে নিজ প্রতিভা মেলে ধরতে পারে। সেই প্রেরণা জোগাতেই আমরা আজ গাইব। আজ বাঁধভাঙা উল্লাসে নারীরা মেতে উঠুক- এটাই আমার চাওয়া।’

কণ্ঠশিল্পী ন্যান্সি বলেন, ‘নারী জাগরণের জন্য গান হতে পারে অনেক বড় হাতিয়ার। তাই আজ চেষ্টা করব, গানে গানে দর্শকের সব জড়তা কাটিয়ে জেগে ওঠার সাহস জোগানোর।’

উল্লেখ্য, কনসার্টে প্রবেশকালে প্রত্যেক নারীকে দেওয়া হচ্ছে একটি করে কুপন। আর অনুষ্ঠান শেষে সেই কুপনের র‌্যাফেল ড্রতে দুজন ভাগ্যবান নারীকে দেওয়া হবে রানার অটোমোবাইলের সৌজন্যে ২টি স্কুটি।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি নারীদের জন্য উন্মুক্ত থাকবে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি