ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে

প্রকাশিত : ১২:১৩, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১২:১৩, ৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

শোষণ ও বৈষম্যহীন স্বাধীন দেশের স্বপ্ন দেখেই কখনো রণাঙ্গনে, আবার কখনো বা রণাঙ্গনের বাইরে থেকে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন নারী মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের সেই বীর সেনানীরা মনে করছেন, ৩০ লাখ শহীদের রক্ত আর অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা এলেও কাঙ্খিত মুক্তি অর্জিত হয়নি নারীর। আধুনিক সমাজ বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে বেশ কিছু ক্ষেত্রে নারীর অগ্রগতি হলেও সম্পদ-সম্পত্তিতে আইনি অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় বৈষম্য রয়েই গেছে। স্বাধীন-সার্বভৌম দেশের স্বপ্নে বিভোর মুক্তিকামী জনতার সঙ্গে কাধে কাধ মিলিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয় নারীরা। কখনো গেরিলা বেশে সম্মুখ যুদ্ধে আবার কখনো বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা, কখনো শরনার্থী ক্যাম্পের দায়িত্ব পালন করে, নারীরা সরাসরি মুক্তির আন্দোলনে ঝাপিয়ে পড়ে। স্বাধীন সার্বভৌম দেশে নারী-পুরুষের সমান অধিকারের প্রশ্নই শক্তি যুগিয়েছে লড়াইয়ের ময়দানে কিন্তু অর্জিত হয়নি কাঙ্খিত মুক্তি। সামগ্রীকভাবে নারীর সম্পদের অধিকার, নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ, নিশ্চিত হয়নি এখনো। তাদের মতে, নারীর জন্য সহায়ক আইন বাস্তবায়ন এবং রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আরো বেশি আন্তরিক এবং উদ্যেগী হতে হবে রাষ্ট্রকে। তাদের মতে, কাঙ্খিত মুক্তি অর্জিত না হলেও নারীরা থেমে নেই, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতাই নারী মুক্তির পথ দেখাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি