ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারী মুক্তির লড়াইয়ে পুরুষকেও পাশে থাকার আহ্বান জানান বিশিষ্টজনেরা

প্রকাশিত : ০৯:৫৯, ৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪১, ৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

অশিক্ষা, বঞ্চনা পেছনে ফেলে এগিয়ে যেতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা। আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানে তারা এ’কথা বলেন। নারী মুক্তির লড়াইয়ে পুরুষকেও পাশে থাকার আহ্বান জানান বিশিষ্টজনেরা। জামান মন্ডলের রিপোর্ট। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতা। এ’সময় নারীর প্রতি সহিংসতা রোধে দৃঢ় প্রত্যয় নেন সমবেত নারী-পুরুষেরা। সবার কণ্ঠে উচ্চারিত হয় নারী- পুরুষের সমঅধিকারের দাবি। এর আগে আলোচনায় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে সবক্ষেত্রে নিশ্চিত করতে হবে নারীর অংশগ্রহণ। অনুষ্ঠানে প্রতিবাদী গান ও নাচ পরিবেশন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি