নারীকে পুড়িয়ে হত্যা, স্বীকারোক্তিতে যে তথ্য দিল ঘাতক রনি
প্রকাশিত : ১৬:১৯, ২৬ ডিসেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সন্তানের জননী শারমিন বেগম উরুফে হরলুজা (৫০)কে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামি ফারহান ভূইয়া রনি স্বীকারোক্তি দিয়েছেন।
বুধাবর বিকালে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকি হাজির করা হয়। এসময় আসামি স্বেচ্ছায় দোষ শিকার করে স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দেয় ফারহান।
কোর্ট পরিদর্শক মোঃ হাবিবুল্লা সরকার জানান, পূর্বশত্রুতার জেরে শারমিন বেগম উরুফে হরলুজাকে হত্যা করা হয়েছে। পরিত্যাক্ত একটি ঘরে হত্যারপর আসামি রনি হরলুজার মাথা বিচ্ছিন্ন করে। তা নির্জন স্থানে পুঁতে রাখে এবং অবশিষ্ট দেহটি জ্বালিয়ে দেয় বলে স্বীকারোক্তিতে আদালতকে বলেছেন আসামি।
পরে আসামি রনিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ফারহানের বিরুদ্ধে হত্যা ও লাশ গুম করা সংক্রন্ত একটি মামলা হয়েছে আখাউড়া থানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, মামলা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরিবর্তীতে প্রয়োজন হলে তাকে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার আখাউড়া উপজেলার গাজীর বাজার গ্রামে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যাক্ত ঘরে হরলুজা বেগমকে হত্যার পর মাথা কেটে ধান ক্ষেতে পুঁতে রাখেন তার ছেলে রনি। আর বাকি দেহ একটি গর্তের ভেতর আগুনে পোড়ানো হচ্ছি। এ সময় গন্ধ পেয়ে আশপাশের লোকজন এসে ঘটনা দেখে পুলিশকে জানায়।
পরে পুলিশ এসে রনিকে গ্রেপ্তার করে।
এএইচ
আরও পড়ুন