নারীদের চাকরি খোঁজার ওয়েবসাইট
প্রকাশিত : ১১:০০, ২৯ জানুয়ারি ২০১৮
চাকরি খোঁজার ওয়েবসাইট বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশেও সমান জনপ্রিয়। তরুণ যুবকদের চাকরির পাথেয় বলা চলে এ ওয়েবসাইট। এবার আসছে নারীদের চাকরি খোঁজার ওয়েবসাইট। এর নাম ‘দ্য টু আওয়ার জব ডটকম’।
দ্য টু আওয়ার জব ডটকমে নারীরা ঘরে বসেই চাকরি খোঁজতে পারবেন। কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে ঘরে বসে উপার্জনও করতে পারবেন।
এই ওয়েবসাইটে পেশাদার লেখা, ব্যবসায় সহায়তা, প্রোগ্রামিং, প্রযুক্তি, গ্রাফিকস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অডিও সাপোর্ট, মার্কেট রিসার্চ, লাইফস্টাইল, বিনোদন, গবেষণা, বিশ্লেষণসহ বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা থাকবে।
দ্য টু আওয়ার জব ডটকমের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ের স্নাতক। তিনি গণমাধ্যমকে বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারবেন একজন নারী।
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের উদ্বোধন করার কথা রয়েছে।
সূত্র : বাসস।
/ এআর /
আরও পড়ুন