ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘নারীর শরীরের চেয়ে নৈসর্গিক কিছু আর নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:২৬, ১৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তি পেয়েছে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর ট্রেলার। পরিচালক রাম গোপাল ভার্মার ওই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর পরই বিতর্ক শুরু হয়েছে। পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়ে রাম গোপাল ভার্মা কীভাবে নগ্নতাকে খুল্লামখুল্লা করে প্রকাশ্যে আনলেন, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু, এসব বিতর্কের মাঝেই ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং এবং তার বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন পরিচালক।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রাম গোপাল বলেন, ‘নারী শরীরের চেয়ে নৈসর্গিক কিছু এই পৃথিবীতে আর কিছু নেই। পৃথিবীতে এমন কোনও শিল্প বা ভাস্কর্যও নেই, যা নারী শরীরের চেয়ে সুন্দর।’

যদিও বলিউডের জনপ্রিয় পরিচালকের ওই মন্তব্যের পর এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ পাল্টা কিছু বলেননি।

এদিকে ইউরোপে বসেই ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং সেরেছেন রাম গোপাল ভার্মা। পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়েই বিদেশে বসে ওই সিনেমার সমস্ত শুটিং সারেন বলিউডের ওই পরিচালক। আগামী ২৬ জানুয়ারি রাম গোপাল ভার্মার ওই সিনেমা মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

এদিকে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ কোনও পূর্ণ দৈর্ঘের সিনেমা নয়, কোনও শর্ট ফিল্ম নয়। আবার কোনও ওয়েব সিরিজও নয়। ট্রেলার মুক্তির পর এমন মন্তব্য করেন রাম গোপাল ভার্মা।

সিনেমার বিষয়বস্তু কী, তা জানার জন্য ২৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই বলেছেন তিনি।

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি