নাসিরনগরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
প্রকাশিত : ১৯:৩৪, ১৭ এপ্রিল ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে সরাইল নাসিরনগর মহাসড়ক সংলগ্ন সদর সরকারী হাসপাতাল মোড়ে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
১৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ ধাপে নাসিরনগরসহ সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউল আলম, উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পাল, সাধারণ সম্পাদক মো. লতিফ হোসেন।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হ্সোইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তারসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা-২০২৩ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলন স্থানীয় সংসদ সদস্য বি,এস ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
কেআই//
আরও পড়ুন