ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাসিরের লড়াকু ফিফটিতেও হারের বৃত্তে ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ২১ জানুয়ারি ২০২৩

নাসির হোসাইন

নাসির হোসাইন

Ekushey Television Ltd.

টানা দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে পথ দেখালেন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ। আগের ম্যাচের মতো বিশাল জুটি না হলেও ব্যক্তিগত নৈপুণ্যে অবদান রাখলেন দুজনেই। বরিশালকে এনে দিলেন চ্যালেঞ্জিং সংগ্রহ। যা দারুণভাবে ডিফেন্ড করলেন বোলাররা।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেটে ১৭৩ রান করে বরিশাল। জবাবে চার উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সক্ষম হয় ঢাকা ডমিনেটর্স।

ঝড়ো ফিফটি হাঁকিয়েও হারের বৃত্ত ভাঙতে পারলেন না নাসির হোসাইন। জয় দিয়ে এবারের বিপিএলে শুরু করার পর এ নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল তার ঢাকা। বিপরীতে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর করা সাকিবের বরিশাল জিতল পরপর পাঁচ ম্যাচ।

এদিন ফরচুন বরিশালের ইনিংসের শুরুটা হয় প্রায় আগের ম্যাচের মতোই; বিপর্যয় দিয়ে। এদিন ৮ ওভারে ৬৩ রানে চার উইকেট খুইয়ে বসে তারা। এরপর ঝড় ওঠে সাকিবের ব্যাটে। ১৭ বলে ৩০ রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফিরেন বরিশাল অধিনায়ক। 

সাকিবের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন ইফতিখার। ৩৪ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন পাকিস্তানি ব্যাটার। অপরাজিত ইনিংসে তিনিই ম্যাচ সেরা। 

৩১ বলে ৩৫ রানে অজেয় থাকলেন তার সঙ্গী ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া সাইফ হাসান ছয় বলে ১০, মেহেদি হাসান মিরাজ ১৪ বলে ১৭ এবং চতুরঙ্গ ডি সিলভা ১০ বলে ১০ রানে আউট হন।

ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল দলটির অধিনায়ক নাসির হোসাইন, ১৬ রানে দুই উইকেট নেন তিনি। একটি করে শিকার সালমান ইরশাদ, আরাফাত সানি ও মুক্তার আলির। 

শুধু বল হাতে নয়, এদিন ব্যাট হাতেও যথারীতি আলো ছড়িয়েছেন নাসির। কিন্তু আজও কাজে এলো না তার দুর্দান্ত ফিফটি।

রান তাড়ায় ঢাকা ডমিনেটর্সের শুরুটা ছিল আশা জাগানিয়া। পাঁচ ওভারেই বিনা উইকেটে ৪৬ রান করে তারা। কিন্তু দ্রুতগতিতে রান তুলতে গিয়ে বিদায় নেন ওপেনার উসমান গনি। ১৯ বলে ৩০ রানে আউট হন তিনি। আরেক ওপেনার সৌম্য সরকার ১৫ বলে করেন ১৬ রান।

নবম ওভারে ৫৯ রানে তিন উইকেট হারায় ঢাকা। পরে লড়াই শুরু করেন নাসির ও মোহাম্মদ মিঠুন। ৩৮ বলে ৪৭ রান করা মিঠুন আউট হয়ে গেলেও টিকে থাকেন নাসির। ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন ঢাকা অধিনায়ক। দুজনের এই ইনিংস দুটি দলের পরাজয়ের ব্যবধানই কেবল কমিয়েছে। প্রয়োজনীয় রান রেটের চাপের কাছে হার মানেন নাসির অ্যান্ড কোং।

ফলে ছয় ম্যাচে পাঁচ পরাজয় নিয়ে তলানিতেই পড়ে রইলো ঢাকা ডোমিনেটর্স। অন্যদিকে, সমান ম্যাচে সিলেটের সমান ১০ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে দুইয়ে অবস্থান সাকিবের দলের। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি