ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নাসুম-এবাদতে ম্যাচে ফিরল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৬ নভেম্বর ২০২২

অবশেষে নাসুমের হাত ধরে ব্রেকথ্রু পেল বাংলাদেশ। আর নাসুমের পরই সাফল্য পেলেন দলের সুযোগ পাওয়া এবাদত হোসাইন। যাতে ৬১ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জবাবে ওপেনিং জুটিতেই ৫৭ রান যোগ করেন বাবর-রিজওয়ান। দারুণ এই জুটি ভেঙেছেন দলে সুযোগ পাওয়া নাসুম আহমেদ। ৩৩ বলে ২৫ রান করা বাবর আউট হয়েছেন মোস্তাফিজের ক্যাচে। তার ইনিংসে ছিল ২টি চার।  

এক ওভার পর এবাদত হোসাইন বিদায় দিয়েছেন রিজওয়ানকেও। ৩২ বলে ৩২ রান করা এই ব্যাটার ক্যাচ তুলেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা শান্তর কাছে। তার ইনিংসে ছিল দুটি চার ও একটি ছয়। যাতে ১১.৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। 

এদিন ১২৭ রানের অল্প পুঁজি নিয়েও শুরুতেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। তবে সোহানের ক্যাচ মিসে জীবন পান মোহাম্মদ রিজওয়ান। আর তাতে উদ্বোধনী জুটিতে পঞ্চাশোর্ধ্ব স্কোর গড়ে পাকিস্তান। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভারে দলটির সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। মোহাম্মদ নওয়াজ ৬ রানে এবং মোহাম্মদ হারিস ৩ রানে ক্রিজে আছেন।

এনএস// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি