ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নায়ক রাজ এই বাংলার উত্তম কুমার : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৫৯, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাককে ‘এই বাংলা’র (বাংলাদেশ) উত্তম কুমার হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নায়করাজ রাজ্জাকের মরদেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে এই মত ব্যক্ত করেন ওবায়দুল কাদের।


সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে রাজ্জাককে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাঁচ দশক ধরে চলচ্চিত্রে অবদান রাখছিলেন রাজ্জাক। সর্বস্তরের মানুষের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয়। আমার ব্যক্তিগত উপলব্ধি হলো তিনি এই বাংলার উত্তম কুমার।


হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান রাজ্জাক। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি