ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় শোক দিবস

নিউইয়র্কে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ১৮ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতৃবৃন্দরা শোক দিবস উপলক্ষে বন্ধুবন্ধুর ছবি-সম্বলিত পোশাক পরিধান করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি কাজী আজিজুল হক, সহ সভাপতি  এম এ আলম বিপ্লব, সহ সভাপতি হোসেন সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমেদ। 

এ সময় ৭৫ এর ১৫ ই আগস্ট এর কাল রাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্রের শাখার বিপ্লবী সহ-সভাপতি এম এ আলম বিপ্লব বলেন, ৭৫ এর ১৫ আগস্ট এর কাল রাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয়ে করেছিল পরাজিত শক্তির দোসরা। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালির তিলকে কলঙ্কের রেখা লেপে দিয়েছিল। দীর্ঘদিন এক কলঙ্ক আর চাপা গভীর শোক বহন করে চলেছে কোটি বাঙালি। 

পাঁচ খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে এই নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রক্রিয়া শুরু করেন। শত শত প্রতিকূলতা মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মর্যাদা পূর্ণ অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধু আত্মস্বীকৃত পাঁচখুনি এখনো বিদেশে পলাতক। এদেরকে অনতিবিলম্বে দেশে ফিরে এনে ফাঁসি কার্যকরের দাবী জানাচ্ছি। 

এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি