নিউইয়র্কে ১৪ অ্যাপার্টমেন্ট, নাসিমের ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশিত : ১৫:৩৯, ২৭ মার্চ ২০২৫

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এ সংক্রান্ত একটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, তমাল মনসুরের নামে নিউইয়র্কে রয়েছে ১৪টি অ্যাপার্টমেন্ট। এছাড়া, তার বিরুদ্ধে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, তার তিনটি ব্যাংক হিসাবে তিন কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৫৩৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমবি//
আরও পড়ুন