ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

নিউক্যাসলকে হারিয়ে তিনে আর্সেনাল

প্রকাশিত : ১৩:২২, ২ এপ্রিল ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে দারুণ জয় পেয়েছে আর্সেনাল। এতে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে লন্ডনের ক্লাবটি।

সোমবার রাতে এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে নিউক্যাসলের মাঠে ২-১ গোলে জিতেছিল গানাররা।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ৩০তম মিনিটে র‌্যামজির নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। সতীর্থের বাড়ানো বলে গোল করেন ওয়েলস এই মিডফিল্ডার। প্রথমার্ধে ব্যবধান আর বাড়েনি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাকাজেত। ম্যাচের বাকি সময়ে কোনও দলই আর গোলের দেখা পায়নি। ফলে ঘরের মাঠে লিগে টানা দশম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

এ জয়ে ৩১ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে তৃতীয় স্থানে ওঠা আর্সেনালের পয়েন্ট ৬৩। চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানইউ। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানসিটি। আর ষষ্ঠ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬০।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি