নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়া
প্রকাশিত : ১৪:১২, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৬:২৪, ১৮ জুন ২০১৭
কনফেডারেশন কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে রাশিয়া।
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১-০ তে এগিয়ে যায় স্বাগতিক রাশিয়া। প্রথম গোলটি ছিলো আত্মঘাতি। ৩১ মিনিটে নিউজিল্যান্ডের ডিফেন্ডার মাইকেলের ভুলের কারণে এগিয়ে যায় প্রতিপক্ষ। দ্বিতীয়ার্ধে নিজেদের গোলে আরো এগিয়ে যায় রাশিয়া। ৬৯ মিনিটে দলের হয়ে গোলটি করেন ফরোয়ার্ড ফিওদর স্মলভ। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে মাঠ ছাড়ে দু’দল।