ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:১১, ৫ নভেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৭ রানের জয় পায় পাকিস্তান। এর ফলে কিউইদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান তোলে৷ হাফসেঞ্চুরি করেন বাবর আজম ও মহম্মদ হাফিজ৷ জবাবে নিউজিল্যান্ড ১৬ ওভার ৫ বোলে অলআউট হয়ে যায় ১১৯ রানে৷ একা কুম্ভ হয়ে লড়াই চালান দলনায়ক উইলিয়ামসন৷ তবে ব্যর্থ হয় তার একক প্রচেষ্টা৷

প্রথম দু’টি ম্যাচে জিতে পাকিস্তান আগেই সিরিজ পকেটে পুরেছিল৷ শেষ ম্যাচে ৪৭ রানে জয় তুলে নিয়ে কিউয়িদের হোয়াইটওয়াশের বৃত্তও পূর্ণ করে তারা৷

পাক ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ফকর জামান ১১ রান করে আউট হন৷ হাফিজের সঙ্গে জুটি বেঁধে বাবর দ্বিতীয় উইকেটে ৯৪ রান যোগ করেন৷ শেষে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি৷ ৫৮ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা মারেন বাবর৷

শোয়েব মালিক চার নম্বরে ব্যাট করতে নেমে তিনটি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৯ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন৷ আসিফ আলিকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে লড়াই করার রসদ এনে দেন হাফিজ৷ আসিফ ২ রান করে নটআউট থাকেন৷ হাফিজ আপরাজিত থেকে যান ব্যক্তিগত ৫৩ রানে৷ ৩৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন৷

পাকিস্তানের দেওয়া ১৬৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৩ রানের মধ্যে মুনরো (২) ও গ্র্যান্ডহোমের (৬) উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায়৷ সেখান থেকে ফিলিপস-উইলিয়ামস জুটি ম্যাচে ফেরায় কিউয়িদের৷

দলীয় ৯৬ রানের মাথায় তিন উইকেট হারানো নিউজিল্যান্ড ইনিংসে শেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে৷লোয়ার অর্ডারের কোনও ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেননি৷ উইলিয়ামসন ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬০ রান করে আউট হন৷ তবে দলের কাজে লাগেনি তার অধিনায়কোচিত ইনিংস৷ফিলিপস যোগদান রাখেন ২৬ রানের৷

পাকিস্তানের হয়ে শাদাব খান নিয়েছেন ৩ উইকেট। দু’টি করে উইকেট ইমদ ওয়াসিম ও ওয়াকাস মাকসুদের৷ একটি উইকেট দখল করেন আশরাফ৷

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাবর আজম। আর ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মোহাম্মদ হাফিজ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি