ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডে চীনা রেস্টুরেন্টে হামলায় আহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২০ জুন ২০২৩

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের তিন চীনা রেস্টুরেন্টে সোমবার রাত ৯ টার দিকে কুড়াল নিয়ে হামলা চালান এক ব্যক্তি৷ এতে চারজন আহত হয়েছেন৷ হামলাকারীকে আটক করা হয়েছে৷

এ ঘটনায় আহতদের একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে৷ বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল আছে৷

২৪ বছর বয়সি হামলাকারী একজন চীনা নাগরিক৷ পুলিশ এখনও হামলার উদ্দেশ্য জানায়নি৷ হামলাকারীর বিরুদ্ধে শরীরে মারাত্মক ক্ষতি করার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে৷ তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে বলে পুলিশ জানিয়েছে৷

এটি বর্ণবাদী হামলা হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা স্টেফান স্যাগার৷ হামলাকারী একাই হামলা করেছে বলে পুলিশ জানিয়েছে৷

স্থানীয় গণমাধ্যম বলছে, হামলাকারী এমন এক রাস্তায় হামলা করেছেন যেখানে কম খরচে চীনা খাবার বিক্রি করে এমন বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে৷

এক রেস্টুরেন্টের ক্রেতা নিউজিল্যান্ড হেরাল্ডকে জানান, তারা যখন খাবার খাচ্ছিলেন তখন হামলা হয়৷ ‘‘আমি অবাক হয়েছিলাম৷ যখন বুঝতে পারলাম কী ঘটছে, তখন তিনি আমাকে আঘাত করার চেষ্টা করেন৷  তিনি যখন আমার মাথা লক্ষ্য করে কুড়াল মেরেছিলেন তখন আমি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেছিলাম৷''

সূত্র: ডয়েচে ভেলেে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি