ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডে ‘ভিনগ্রহী ইঁদুরছানা’

প্রকাশিত : ১৫:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অদ্ভুত এক প্রাণীর ছবি ঘিরে শোরগোল। রহস্যময় এই প্রাণীদের সন্ধান মিলেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি বাড়ির ভিতরে। পৃথিবীর চেনা কোনও প্রাণীর সঙ্গে সেই প্রাণীর চেহারা না মেলায় ইন্টারনেটে ছড়িয়েছে চাঞ্চল্য।

ছোট্ট এই প্রাণীদের ‘ভিনগ্রহী ইঁদুরছানা’ বলে ডাকা হচ্ছে। টিম ক্লার্ক নামের এক নারী তাদের বাড়ির রান্নাঘরে দেখতে পান ওই প্রাণীদের। বেশ কয়েকটি খুদে প্রাণী সেখানে থাকলেও একটি বাদে বাকিগুলো মৃত।

এই রহস্যময় প্রাণীগুলো আসলে কী? কেউ একে পা ছেঁড়া মথ জাতীয় পোকা বলেছেন। কারও মতে এটা খুদে ইঁদুরছানার বিকৃত শরীর। কারও ধারণা, বাদুড়ের ছোট সংস্করণ। কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত করে বলতে পারেনি এটি কোন প্রাণী।

‘দ্য বায়ো সিকিউরিটি নিউজিল্যান্ড এনটোমোলজি’-র তরফে জানানো হয়েছে, হয়তো বিড়াল জাতীয় কোনও প্রাণী ইঁদুরের ছানাগুলোকে অর্ধেক খেয়ে ফেলেছে। কোনও কোনও বিশেষজ্ঞ ইঁদুরের মতো চেহারা বিশিষ্ট কোনও প্রাণীর লার্ভা বলেও মনে করছেন।

কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত হতে পারেননি। তাই কৌতূহল বাড়ছে ওই রহস্যময় প্রাণীকে ঘিরে।

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি