নিউজিল্যান্ডে ২০ বছর ধরে পরিচয় জালিয়াতি, দোষী সাব্যস্ত বাংলাদেশি দম্পতি
প্রকাশিত : ১৫:২৪, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:২৮, ২৪ মার্চ ২০২৫

নিউজিল্যান্ডে দীর্ঘ ২০ বছর ধরে পরিচয় জাল করে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি দম্পতিকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। তাদের বিরুদ্ধে ৪০টি অভিযোগ আনা হয়েছে। প্রায় ছয় বছর ধরে চলা তদন্তের পর, অকল্যান্ড জেলা আদালতে ১৩ দিনের বিচার শেষে জাহাঙ্গীর আলম ও তাজ পারভিন শিল্পীকে দোষী সাব্যস্ত করা হয়।
সোমবাার (২৪ মার্চ) নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্যের পরিচয় ব্যবহার করে, তথ্য জালিয়াতি করে ভিসা নিয়ে নিউজিল্যান্ডে কাজ করতে থাকেন ওই দম্পতি। এক সময় দেশটির নাগরিকত্বও পেয়ে যান।
নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগ জানায়, জাহাঙ্গীর আলম তার ভাইয়ের পরিচয় ব্যবহার করে প্রথমে ভিজিটর ভিসায় নিউজিল্যান্ডে প্রবেশ করেন। এরপর ধাপে ধাপে ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ভিসা এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকত্ব ও দুটি নিউজিল্যান্ডের পাসপোর্ট পান।
শুধু তাই নয়, একই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি তার স্ত্রী তাজ পারভিন শিল্পীর ১৪টি অভিবাসন পারমিট ও ভিসার আবেদন করেন। এমনকি তার মায়ের জন্যও একইভাবে অভিবাসনের আবেদন করা হয়।
নিউজিল্যান্ডের অভিবাসন তদন্ত বিভাগের মহাব্যবস্থাপক স্টিভ ওয়াটসন বলেছেন, "এই মামলার রায় অভিবাসন জালিয়াতির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে। যারা মিথ্যা তথ্য দিয়ে নিউজিল্যান্ডে প্রবেশের চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর তদন্ত চালানো হবে এবং আইনের আওতায় আনা হবে।"
দীর্ঘদিন ধরে চলা এই জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের নিরাপত্তা ব্যবস্থা ও যাচাই-বাছাই প্রক্রিয়া আরও কঠোর করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
এমবি//
আরও পড়ুন