ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডের দারুণ সূচনা

প্রকাশিত : ১২:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

শুরুতেই ব্যাটিং বিপর্যয়। নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে সিনিয়র ব্যাটসম্যানদের ব্যর্থতা অনেকটা হতাশার মধ্যে ফেলে দিয়েছিল টিম টাইগারকে। তবে সেই হতাশাকে ভেদ করে ঝলমলে ইনিংস উপহার দিলেন মোহাম্মদ মিঠুন। তার হাফসেঞ্চুরিতে নেপিয়ারে ব্ল্যাক ক্যাপদের ২৩৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
ব্যাটিংবান্ধব পিচের প্রত্যাশা নিয়ে মাশরাফি মুর্তজা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু টপ অর্ডারের সিনিয়র ব্যাটসম্যানরা বড় কোনও অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত মিঠুনের ব্যাটে স্বস্তি ফেরে। ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ।
৮.২ ওভারের মধ্যে তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম ও সৌম্য সরকারকে মাঠছাড়া করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। ৪২ রানে ৪ উইকেট হারানো দলে হাল ধরেছিলেন মিঠুন। অন্য প্রান্তের ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ধরনের সহায়তা না পেলেও নিজের দায়িত্ব ঠিক পালন করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার সঙ্গে ইনিংস সেরা ৮৪ রানের জুটি গড়ে আউট হন সাইফউদ্দিন। ৫৮ বলে ৩ চারে ৪১ রান করে মিচেল স্যান্টনারের শিকার হন তিনি। এই জুটিতে দুইশ পার করে সফরকারীরা।
প্রথম বলে হেনরিকে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন তামিম। কিন্তু টিকতে পারেননি বেশিক্ষণ। দ্বিতীয় ওভারে তিনি বিদায় নেন মাত্র ৫ রান করে। বোল্টের আউটসুইংয়ে পেছনে টম ল্যাথামকে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার, শেষ হয় তার ৬ বলের ইনিংস।
দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে সুবিধা করতে পারেননি লিটন। পঞ্চম ওভারের প্রথম বলে হেনরির কাছে বোল্ড হন এই ওপেনার। করেন ৮ বল খেলে মাত্র ১ রান। ১৯ রানে ২ উইকেট হারায় সফরকারীরা।
সাইফউদ্দিনের ব্যাট দারুণ অবদান রেখেছেমুশফিক ও সৌম্য সরকারের জুটিতে শুরুর এই ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠছিল বাংলাদেশ। কিন্তু তিন বলের ব্যবধানে বিদায় নেন দুজন। অষ্টম ওভারের শেষ বলে বোল্টের কাছে বোল্ড হন মুশফিক (৫)। ২৩ রানের জুটি ভাঙার পর আর কোনও রান যোগ না হতেই চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। হেনরির শর্ট বল হুক করতে গিয়ে তার হাতেই ক্যাচ দেন সৌম্য। ২২ বলে ৫ চার ও ১ ছয়ে ৩০ রান করেন তিনি।
মিঠুনকে নিয়ে মাহমুদউল্লাহর জুটিও বেশি দূর গড়ায়নি, যোগ হয় মাত্র ২৯ রান। ২৯ বলে ১৩ রান করে লোকি ফার্গুসনের শিকার হন মাহমুদউল্লাহ।
এরপর মাঠে নামেন সাব্বির। মাশরাফির চাওয়াতে নিষেধাজ্ঞা কমানোয় দলে জায়গা হয় তারা। কিন্তু ফেরাটা স্মরণীয় করতে পারেননি তিনি। মাত্র ১৩ রান করে আউট হন সাব্বির। ২৩তম ওভারে মিচেল স্যান্টনারের বলে স্টাম্পিং হন তিনি। তার ২০ বলের ইনিংসে ছিল দুটি চার। সাব্বিরের বিদায়ের পর ক্রিজে নেমে টানা দুটি বাউন্ডারি মারেন মেহেদী হাসান মিরাজ। মিঠুনের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। স্যান্টনারের বলে সুইপ করতে গিয়ে জিমি নিশামের ক্যাচ হন মিরাজ। তার ২৭ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছয়।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ স্বস্তিতে ফেরে সাইফউদ্দিন ও মিঠুনের জুটিতে। সাইফ হাফসেঞ্চুরি করতে ব্যর্থ হলেও তার ৪১ রান দারুণ অবদান রাখে। ৭৩ বলে তৃতীয় হাফসেঞ্চুরি করা মিঠুন ৪৮তম ওভারে বিদায় নেন লোকি ফার্গুসনের কাছে বোল্ড হয়ে। ৯০ বলে ৫ চারে ৬২ রান করেন তিনি। মোস্তাফিজুর রহমান রানের খাতা না খুলে বোল্ড হন বোল্টের কাছে। তাতে সমাপ্তি ঘটে বাংলাদেশের ইনিংসের।

এদিকে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৩৩ রানের লক্ষ্যে ব্যাটিং শুরু করেছে নিউজিল্যান্ড। নেপিয়ারে ১০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি