ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৩ ডিসেম্বর ২০২৩

সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতলো টাইগাররা। 

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতলেও এরআগে কখনই ওয়ানডেতে জয় দেখেনি বাংলাদেশ। অবশেষে সেই জয় ধরা দিল বড় ব্যবধানে। কিউইদের ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে নাজমুল হোসেন শান্ত’র দল। 

এতে সফরকারীরা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে নাজমুল হোসেনের হাফসেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। 

নাজমুল হোসেনের ব্যাটে এলো জয় নিশ্চিত করা রান। তাতে বাংলাদেশ অধিনায়কেরও পূর্ণ হয় অর্ধশতক। ১৯তম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডেতে হারাল টাইগাররা।

ছোট রান তাড়ায় সৌম্য সরকার ও এনামুল হক বিজয় আত্মবিশ্বাসী শুরু করেন। তবে ১৫ রান তোলার পর সৌম্যকে ফিরতে হয় চোখে কিছু একটা পড়ে সমস্যা হওয়ায়। ৪ রান করে উঠে যান তিনি।

এরপর মারমুখী ব্যাটিং শুরু করেন বিজয় ও দলপতি নাজমুল হোসেন। ৫০ বলের জুটিতে করেন ৬৯ রান। জয় থেকে ১৫ রান দূরে থাকতে ক্যাচ আউট হন বিজয়। ৩৩ বলে ৩৭ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাকান তিনি। 

আর ৪২ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন।  

এর আগে হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করে বাংলাদেশের বোলাররা। নেপিয়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইটে হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার উইল ইয়াং।

বাংলাদেশের  হয়ে ৩টি করে উইকেট নেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। মোস্তাফিজুর নেন শেষ উইকেটটি।

শরিফুল ৭ ওভারে ২২ রান দিয়ে নেন ৩টি উইকেট। সমান ওভারে ১৪ রানে ৩ উইকেট তানজিম হাসান সাকিবের। সৌম্য সরকার ৬ ওভারে ১৮ রান খরচায় নেন ৩টি।

ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তানজিম হাসান সাকিব।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি