নিউমোনিয়ায় শিশু-মত্যুরোধে বাংলাদেশি ডাক্তারের সাফল্য
প্রকাশিত : ১৬:২২, ১৫ অক্টোবর ২০১৭
নিউমোনিয়া আক্রান্ত শিশুর জীবন বাঁচানোর উপায় আবিস্কার করেছেন বাংলাদেশের চিকিৎসক ডা. মোহাম্মদ জোবায়ের চিস্তি। ফেলে দেওয়া প্লাস্টিকের শ্যাম্পুর বোতল আর নল দিয়ে এক ধরনের চিকিৎসা পদ্ধতি আবিস্কার করেছেন তিনি। খবর বিবিসির।
১৯৯৬ সালে ডা. চিস্তি কাজ করছিলেন বাংলাদেশের সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। সেদিন ওই বিভাগে চিকিৎসাধীন তিনটি শিশু তার চোখের সামনে নিউমোনিয়ায় মারা যায়। এ দৃশ্য দেখে ভেঙে পড়েন ডা. চিস্তি। এরপর সেদিন নিজের কাছে প্রতিজ্ঞা করেন যে, নিউমোনিয়া আক্রান্ত শিশুদের বাঁচানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
গোটা বিশ্বে প্রতি বছর প্রায় ৯ লক্ষ ২০ হাজার বাচ্চা মারা যায় নিউমোনিয়ায়, প্রধানত দক্ষিণ এশিয়া এবং সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকা মহাদেশে।
দুই দশক গবেষণার পর ড. চিস্তি এবার নিয়ে এসেছেন নিউমোনিয়ায় শিশু মৃত্যু ঠেকানোর একেবারেই সস্তা একটি উপায় যা হাজারো বাচ্চার জীবন বাঁচিয়ে দিতে পারে।
ফেলে দেওয়া প্লাস্টিকের শ্যাম্পুর বোতল ও নল দিয়ে নিউমোনিয়া আক্রান্ত শিশুর জীবন বাঁচাতে ডা. চিস্তির এ আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে প্রশংসিত হচ্ছে।
এবার আমরা একটি ভিডিও এর মাধ্যমে দেখে নেব কিভাবে ডা.চিস্তি নিউমোনিয়া আক্রান্ত শিশুর মৃত্যু হার কমাতে সক্ষম হয়েছেন।
বিবিসিকে প্রকাশিত ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের লিংকে-
http://www.bbc.com/bengali/news-41599904
আরও পড়ুন