ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিকারাগুয়ায় ফের ছড়িয়ে পড়েছে সহিংসতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ২৫ মে ২০১৮

নিকারাগুয়ায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই পুলিশ-সরকার দলীয় সমর্থক ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত ৭৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সহিংসতায় আরও অন্তত ৮০০ জন আহত হয়েছেন। হিউম্যান রাইটসের ইন্টার-আমেরিকরান কমিশন এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে সামাজিক নিরাপত্তা পদ্ধতির দেউলিয়াত্ব বিষয়ক আইন সংস্কারের পক্ষে আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়। গত বুধবার দেশটিতে নতুন করে সরকার সমর্থক ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানীর মানাগুয়ার লিওন এলাকায় সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটে।

জানা গেছে, লিওনের রাজপথ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে সরকার সমর্থকরা হামলা চালায়। এসময় গুলিতে ৩১ বছর বয়সী ম্যানুয়েল শেভেজ নিহত হন। অন্যদিকে লুইস ডিয়াজ নামের আরও একজন বোমা হামলায় নিহত হন। লুইস সরকার সমর্থক বলে জানা গেছে।

সূত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি