ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখুঁত অভিনয়ের জন্য নেইমারকে অস্কার মঞ্চে চান ফ্যানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার এখন আলোচনার শীর্ষে আছে তার অভিনয় কারিশমার জন্য। কখনও ডিফন্ডারের আলতো চ্যালেঞ্জেই মাটিতে গড়িয়ে পড়ছেন, কখনও আবার সাইডলাইনের ধারে ডান পা নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন৷ আর এসব নিখুঁত অভিনয়ের জন্য নেইমারকে অস্কার মঞ্চে চান তার ভক্তরা।

এই নেইমারকে আর ‘কিড’ বলা চলে কিনা, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সমর্থকরা৷ নেইমারকে পাকা অভিনেতা বলছেন অনেকে৷ তাঁদের মত, অভিনয় জগতে নেইমার মোটেও ‘কিড’ নন৷ অভিনয়টা তিনি ভালই জানেন৷

এহেন নেইমারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন নতুন ট্রোলড ভিডিও’র আমদানি শুরু হয়েছে৷ কোথাও নেইমার তাঁর সতীর্থদের আলতো ছোঁয়াতেই মাটিতে লুটিয়ে পড়ছেন৷ কোথাও আবার নেইমার পাহাড়-পর্বত, জাতীয় সড়কে গড়াতে গড়াতে মাঠের সবুজ ঘাসে আছড়ে পড়ছেন৷ এখানেই শেষ নয়, নেইমারের প্লে-অ্যাক্টিং দেখে সমর্থকরা টিপ্পনি কেটে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই অভিনেতাকে অস্কার মঞ্চে না দেখলে অবাক হব৷’

কিংবদন্তি মারাদোনা অবশ্য নেইমারকে নিয়ে অন্য কথা শুনিয়েছেন৷ ব্রাজিল-মেক্সিকো ম্যাচ দেখার পর আর্জেন্তাইন তারকা বলেছেন, ‘প্রথমে নেইমারের যন্ত্রণার ছবি দেখে কান্না পেয়েছিল, পরে সেই নেইমারকেই মাঠে ফুল ফোটাতে দেখে চমেক গেলাম৷’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি