ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করলেন হাসনাত আবদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবিদ্বারে নিজ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৩১ মার্চ) সকাল ৯ টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি। এ সময় আত্মীয়স্বজন, এলাকাবাসী, বন্ধু-বান্ধব ও ভক্তদের সাথে কোলাকুলি করেন হাসনাত আবদুল্লাহ।

নামাজের আগে হাসনাত আবদুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসন থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে।

হাসনাতকে এক নজর দেখার জন্য তার গ্রামের বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাসনাতের সঙ্গে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা অনেকেই। নামাজ শেষে এলাকাবাসীকে নিয়ে গোপালনগর কেন্দ্রীয় কবরস্থান জিয়ারত ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

এদিকে দিনভর হাসনাত আবদুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি