ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া চৌধুরী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া চৌধুরী হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি তার পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন লামিয়া।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।

এসময়  ৪০ জন দুর্বৃত্ত তাকে আক্রমণ করে বলে জানা গেছে। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী।

হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় এই তারকাকন্যাকে। লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি।

ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না। ’

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন,‘ আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’

তবে কারা কিংবা কিভাবে এই হামলা করেছে তা বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগে তারা পালিয়ে যায়। বাড়িঘর ও গাড়ি ভাঙচুরকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি