নিজ বাড়িতে ঠাঁই হলো না নয়নের
প্রকাশিত : ২৩:৩৮, ২ জুলাই ২০১৯
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন ওরফে নয়ন বন্ডের ঠাঁই হলো না নিজ বাড়িতে। এলাকার মানুষের বাধার মুখে পড়ার শঙ্কায় অবশেষে তার নানার বাড়িতেই তার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে পুলিশের কাছ থেকে লাশ গ্রহণ করেন নয়নের মামা মিজানুর রহমান। পরে বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনার ফুলঝুড়ি ইউনিয়নের বুড়িরখাল গ্রামে নানা জয়নাল মৃধার বাড়িতে তাকে দাফন করা হয়। এ সময় নয়নের মা সাহিদা বেগম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বরগুনা পৌর শহরের ডিকেপি রোড এলাকায় নয়নের নিজের বাড়িতে দাফন করতে গেলে এলাকাবাসী বাধা দেবে শুনে নয়নের মামা মিজানুর রহমান তাদের বাড়িতে দাফন করার সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী মিন্নিকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান রিফাত। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা।
রিফাত শরীফের স্ত্রী মিন্নি দুর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামানো যায়নি। তারা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যান। পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।
এ ঘটনায় রিফাতের বাবার দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নয়ন বন্ড। মঙ্গলবার ভোরে পুলিশ তাকে গ্রেফতারে অভিযানে গেলে বন্দুকযুদ্ধে নিহত হয় বন্ড।
এনএম/এসি
আরও পড়ুন