ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে: খালেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৫, ৪ জুন ২০২৩

Ekushey Television Ltd.

প্রত্যেকটা নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে। জনগণকে ভোট কেন্দ্রে এসে  ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
 
রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জি: মৃণাল কান্তি জোদ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু, উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো: রায়হান ফরীদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহাফুজুর রহমান সোহাগ প্রমুখ। 

মত বিনিময় সভা শেষে নেতৃবৃন্দ নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, ডাক বাংলা মোড়ে প্রচারণা চালান।
কেআই// 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি