ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

নিজেকে দলের চেয়ে বড় মনে করলে বের হয়ে যান : মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২১ জুন ২০১৮

সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে দলের নেতাকর্মীদের জনসংযোগ বাড়ানোর উপর জোর দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জনসংযোগ না বাড়ালে দলে জায়গা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারন করেন তৃণমূল কংগ্রেসের এ নেত্রী।

আজ বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, জনসংযোগ বাড়াতে হবে৷ তা না হলে তৃণমূলে জায়গা নেই৷ গায়ে হাওয়া লাগিয়ে দলে থাকার দরকার নেই৷

দলের কয়েকজন নেতা কর্মীর আচরণে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ নাম না নিয়েই তাদের সাবধান করেন মুখ্যমন্ত্রী। বলেন, দলটা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে৷ মানুষের দয়ায় তৃণমূল ক্ষমতায় এসেছে৷ কেউ যদি নিজেকে দলের থেকে বড় মনে করে তাহলে তৃণমূলের দরজা খোলা আছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় একা খাটবেন সেটা চলতে পারে না৷

সূত্র : সংবাদ প্রতিদিন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি