নিজেকে প্রমাণের সুযোগ পেলেন নাসির
প্রকাশিত : ১২:৫৮, ২৭ আগস্ট ২০১৭
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাসির হোসেন। এরপর শুধু টেস্টেই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে শুধু ডাকই পাননি, একাদশেও সুযোগ পেয়েছেন উদীয়মান এই অলরাউন্ডার। দীর্ঘ দুই বছর পর আবার টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।
অবশ্য মাঝখানে বেশ কয়েকটি টেস্টে নাসিরের পারফরম্যান্স খুব একটা ভালোও ছিল না। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরির পর সাতটি টেস্টে আর বড় ইনিংস খেলতে পারেননি তিনি। যে কারণে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি। বাদ পড়েন দল থেকেও।
শুধু তাই নয়, কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন নাসির। অবশ্য এর জন্য শুধু পারফরম্যান্সই দায়ী ছিল না। মাঠের বাইরের অনেক ঘটনা জড়িয়েছিল এর সঙ্গে।
এরপর থেকে শুরু হয় নাসিরের ঘুরে দাড়ানোর সংগ্রাম। ঘরোয়া টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে থাকেন। একাধিক সেঞ্চুরিও করেন। কিছুদিন আগে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ৬২ রানের চমৎকার একটি ইনিংস খেলে নির্বাচকদের দৃষ্টি কাড়েন নাসির।
সে ধারাবাহিকতায় দলে সুযোগ পেলেও এবার ম্যাচে কেমন করেন, সেটাই এখন দেখার। এবার তাঁর সামনে বড় চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করারও।
বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপেক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দল যখন শুরুতেই কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, তখন নাসিরের সামনে সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। তাঁর মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের পক্ষেই সম্ভব দলের এই প্রয়োজন মুহূর্তে ব্যাট হাতে রুখে দাঁড়ানোর।
১৭ টেস্ট খেলে নাসির একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি রয়েছে। রান ৯৭১। তাঁর গড়ও বেশ ভালো, ৩৭.৩৪। আটটি উইকেটও নিয়েছেন এই অফস্পিনার।
//এআর