ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারাগার থেকে পরিবারকে চিঠি

নিজেকে ‘রাজবন্দি’ দাবি ব্যারিস্টার সুমনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১২:১৭, ১৯ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কারাগার থেকে পরিবারের উদ্দেশে চিঠি লিখেছেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চিঠিতে তিনি নিজেকে ‘রাজবন্দি’ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই’।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বজনদের কাছে তিনটি চিঠি লিখেন ব্যারিস্টার সুমন। ওইদিন সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই সেই চিঠি ফেসবুকে শেয়ার করেন। এরপরই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

কাশিমপুর কারাগার থেকে চিঠি তিনটি লিখেছেন ব্যারিস্টার সুমন। একটি তার মায়ের এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্যে লেখা। অপরটি তার স্ত্রীর কাছে লেখা।

মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন, ‘আম্মা দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি ‘

‘অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল।’

মাকে উদ্দেশ্য করে ব্যারিস্টার আরও লেখেন, ‘যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।’

বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’

এই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এরাই আমার বড় সম্পদ।’

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই।’

স্ত্রী শাম্মীর কাছে লেখা চিঠিতে সুমন বলেন, ‘জানি অনেক কষ্ট হচ্ছে তোমার। বাচ্চাগুলোকে একা একাই সামাল দিচ্ছো। খুব একটা সহযোগিতা কখনোই তোমাকে করতে পারি নাই। একথা চিন্তা হলে জেলে বসেও কষ্ট লাগে। আমার বিশ্বাস, আল্লাহ তোমার মঙ্গল করবেন। চিন্তা করোনা, আল্লাহ হয়ত সব ঠিক করে দিবেন। দোয়া রইল।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার হয়েছেন ব্যারিস্টার সুমন। তিনি এখন কাশিমপুর কারাগারে আছেন।

গত ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। ব্যারিস্টার সুমন বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি