ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের মেহেন্দি অনুষ্ঠানে নাচলেন পাওলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:০১, ৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে পাওলি দামের। ৪ ডিসেম্বর সাত পাকে বাধা পড়ছেন এই অভিনেত্রী। পাত্র অর্জুন দেব। তিনি গুয়াহাটির বাসিন্দা। পেশায় ব্যবসায়ী।

সোমবার তাজ বেঙ্গল হোটেলে আয়োজন করা হয়েছে পাওলির বিয়ের অনুষ্ঠান। বাঙালী স্টাইলেই আয়োজন করা হচ্ছে বিয়ে। তবে বিয়ের আগে শনিবার দিনটা পাত্রী পক্ষ আয়োজন করেছিল বিশেষ মেহেন্দি অনুষ্ঠান। সেখানে হলুদ রঙের লেহেঙ্গায় হবু কনের বেশে দেখা গিয়েছে পাওলিকে। সেই বেশে নিজের মেহেন্দি অনুষ্ঠানে অন্যদের সঙ্গে নেচে উঠলেন তিনি।

সোমবার বিয়ের পর পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গেই গুয়াহাটি পাড়ি দেবেন পাওলি। সেখানেই বউ ভাত তথা রিসেপশন হওয়ার কথা। বিয়ের পর কয়েকদিন গুয়াহাটিতে কাটিয়ে পাউলির ফিরে আসার কথা কলকাতায়। তবে বিয়ে করলেও অভিনয় জীবনে ইতি টানছেন না এই অভিনেত্রী৷ বিয়ের পরও নতুন উদ্যোমে কাজ করবেন বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, শিলাদিত্য পত্রনবীশের মৃত্যুর পর দীর্ঘদিন একাই ছিলেন পাওলি। পরে যদিও অভিনেতা বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে গুঞ্জন শোনা যায়। সে সম্পর্ক ভাঙার পর অর্জুন দেবের সঙ্গে তাঁর প্রেম হয়। আর সেই প্রেম থেকেই পরিণয় ৷

সূত্র : কলকাতা টুইন্টিফোর

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি