ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

নিন্দুকের মুখে ছাই দিয়ে খেললেন-গোল করলেন, করালেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৬ ডিসেম্বর ২০২২

নেইমার দ্য সিলভা জুনিয়র

নেইমার দ্য সিলভা জুনিয়র

বিশ্বকাপে শুরুটা হয় দুর্দান্ত, প্রথম ম্যাচেই সার্বিয়ার রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন নেইমার। সেই ম্যাচ জয় দিয়েই শেষ করে ব্রাজিল। তবে বিপত্তি বাধে ব্রাজিলিয়া সুপারস্টারের ইনজুরি। পরবর্তী দুই ম্যাচে তাই বেশ বেগ পেতে হয় সেলেকাওদের। দ্বিতীয় ম্যাচটি জিতলেও হারতে হয় তৃতীয়টি।

নেইমারের ইনজুরি শুধু যে সমর্থকদের কষ্ট দিয়েছিল তা নয়, কষ্ট দিয়েছে স্বয়ং নেইমারকেও। হেক্সা শিরোপাযাত্রায় এই ইনজুরি কাঁদিয়েছে পিএসজির এই ফরোয়ার্ডকেও। 

কোরিয়া ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই রাতের কথা তুলে ধরতে ভুলেননি তিনি।

নেইমার বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। আমি খুব ভালো একটা মৌসুম কাটাচ্ছিলাম। ভালো ফর্মে ছিলাম। আমি সেই রাতে অনেক কেঁদেছিলাম; আমার পরিবার জানে। তবে এখন সব ঠিকঠাক। পরেরদিন চিকিৎসকের সঙ্গে সকাল ১১টা পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া, বাকি দিনগুলোতে ৫-৬ ঘণ্টা পর্যন্ত করে কষ্ট চালিয়ে যাওয়া কাজে দিয়েছে। সবশেষে আমরা যেন মুকুট পরতে পারি, ভালো কিছু যেন হয়।’

এদিকে, নেইমার ইনজুরি থেকেই ফিরতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিলেও সব শঙ্কা উড়িয়ে দিয়ে ফিরলেন স্বরূপেই। শুধু ফেরাই নয়, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে দারুণ ছন্দে ছিলেন নেইমার। করেছেন গোলও। অবদান রেখেছেন বাকি গোলগুলোতেও। ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে ব্রাজিল। 

নেইমার আশাবাদী, বাকি সব পর্ব পেরিয়ে ব্রাজিল জয় করে নিবে ষষ্ঠ বিশ্বকাপ। ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমরা অবশ্য হেক্সা জয়ের স্বপ্ন দেখি। কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এটা আমাদের চতুর্থ ম্যাচ ছিল। বিশ্বকাপ জেতার জন্য আরও তিন ম্যাচ বাকি।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি