ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

নিপুণ দ্বিতীয় শ্রেণির নায়িকা: শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১১:৫৭, ৬ জুলাই ২০১৭

ছবি: শাকিব খান

ছবি: শাকিব খান

চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে আলোচনা ও সমালোচনার জল শুধু ঘোলাই হচ্ছে। অভিনেত্রী নিপুণ সম্প্রতি জনপ্রিয় এ নায়ককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আরও বেশি সমালোচনার সৃষ্টি হয়। তার জবাবে এবার শাকিব খানও নিপুণকে নিয়ে মন্তব্য করলেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘নিপুণ বিষয়ে আমার কিছু বলার নেই। সারা জীবন দেখেছি, তিনি দ্বিতীয় শ্রেণির নায়িকা হিসেবে কাজ করেছেন। অনেক দিন ধরেই তিনি কোনো আলোচনায় নেই, আমাকে নিয়ে কথা বলে তিনি নিজেকে আলোচনায় আনতে চান।’

শাকিব আরো বলেন, ‘আমি কোনো অভিনেত্রীকে অশিক্ষিত বলিনি। বুবলির বিষয়ে প্রশ্ন করা হলে আমি বলেছিলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা। তার মানে এই নয় যে, আমি অন্যদের অশিক্ষিত বলেছি। শুনেছি নিপুণ আরো বলেছে, আমি ইংরেজি জানি না, তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে ছবিতে কাজ করছি কীভাবে?’

নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে শাকিব খান বলেন, ‘আমি নারায়ণগঞ্জের স্কুল-কলেজ থেকে পড়াশোনা করেছি। সেখানকার যে কাউকে বললেই জানতে পারবেন, আমি কোথায় পড়শোনা করেছি। অভিনয় করতে গেলে কাউকে মাস্টার্স পাস করতে হয় না, তাঁকে অভিনয় শেখার আগ্রহ থাকতে হয়।’

‘নবাব’ ছবির সাফল্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, পরিচালক কাজী হায়াৎ, অভিনেতা শিবা সানু, প্রযোজক মো. ইকবালসহ আরো অনেকে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি