নিমে নিরাময় হতে পারে স্তন ক্যানসার
প্রকাশিত : ১২:২০, ২ জুলাই ২০১৮ | আপডেট: ২০:১৬, ২ জুলাই ২০১৮
হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের বিজ্ঞানীরা জানিয়েছে তারা আবিষ্কার করেছে নিমের পাতা এবং ফুলে উপস্থিত নিম্বোলিডে স্তন ক্যানসার নিরাময়ের গুণাগুণ থাকে। নিম্বোলিড স্তন ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে। এটা সবচেয়ে সস্তা ক্যানসার নিরাময়কারী ওষুধ হয়ে উঠতে পারে।
গবেষক দলের একজন গোডুগু বলেন, আমাদের দেশে প্রায় সর্বত্রই নিম গাছ দেখা যায়। ক্যানসার নিরাময়কারী গুণের জন্য নিম একটা গুরুত্বপূর্ণ কেমো প্রতিষেধক উপাদান হিসাবে কাজ করতে পারে।
তিনি আরো বলেন, বহু বছর ধরেই চিকিৎসা ক্ষেত্রে নিম ব্যবহার করা হয়। কিন্তু তার নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যখ্যার অভাব রয়েছে। মলিকিউলার পাথওয়েজ গ্রন্থে আমরা সম্প্রতি প্রমাণ করেছি নিম্বোডিলের স্তন ক্যানসার নিরাময়কারী গুণাগুণ আছে। এটা ক্যানসার কোষ নির্মূল করে এবং ক্যানসার কোষ ছড়িয়ে পড়া রোধ করে।
গোডুগু জানান, শুধুমাত্র স্তন ক্যানসার নয়, অন্যান্য বিভিন্ন ধরণের ক্যানসার নিরাময়ের ক্ষমতা আছে নিম্বোডিলের। এটা বিভিন্ন টিউমারের ক্ষেত্রেও উপকারী হতে পারে। এটা ক্যানসার কোষ মেরে ফেলে এবং তাদের ছড়িয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে।
আরকে//