নিরাপত্তা চেয়ে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত : ১৫:৪৮, ১৩ অক্টোবর ২০২৪
ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মীর মোশারফ হোসেন হল সংলগ্ন গেইটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ঢাকা-আরিচা মহাসড়কে সংঘটিত ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এসময় সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই সংঘটিত হয়ে আসলেও ওই গেটে দৃশ্যমান কোন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে না, ফলশ্রুতিতে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলছে। গেল রাতেও ওই গেইটের কাছে এক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। এসময় ছিনতাইকারীরা তাকে দেশীয় অস্ত্রের আঘাতে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
এজন্য, ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা।
পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশি টহল বৃদ্ধির দাবিও জানান তারা।
এএইচ
আরও পড়ুন